সিলেটে একদিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে বিভাগে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন ৭৬ জন। ফলে সিলেটে একদিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা চারজন বেশি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৭২ জনের মধ্যে সিলেটের ২১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ২৫ জন এবং মৌলভীবাজারের ১০ জন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৭৬ জন। ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় মারা যাননি। বুধবার (০৫ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১৯১ জন। এর মধ্যে সিলেটে চার হাজার ৪৩৪ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৩, হবিগঞ্জে এক হাজার ২১৪ এবং মৌলভীবাজারে এক হাজার ১০ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া করোনাজয় করেছেন সিলেট বিভাগের তিন হাজার ৬৯৯ জন। এর মধ্যে সিলেটে এক হাজার ১৩৩, সুনামগঞ্জে এক হাজার ১৬৮, হবিগঞ্জে ৭৮৪ ও মৌলভীবাজারে ৬১৪ জন। বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৬ জন।
ছামির মাহমুদ/এএম/এমকেএইচ