সিলেটে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণ। ১০ আগস্ট জেলাটির দুটো ল্যাবে ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।
দুটি ল্যাবের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৩২ জন এবং মৌলভীবাজারের ১২ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবিপ্রবির ল্যাবে সোমবার ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৫৭ জন, সুনামগঞ্জের ২৯ জন ও হবিগঞ্জের ৩৪ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন। এর মধ্যে সিলেটের ৪ হাজার ৭৩৮, সুনামগঞ্জে এক হাজার ৬৪৫, হবিগঞ্জে এক হাজার ২৯৬ এবং মৌলভীবাজারে এক হাজার ১২৪ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ১১২ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজারের ১৩ জন।
এছাড়া সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৪ হাজার ১৩২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটের ১ হাজার ৩৯১ জন, সুনামগঞ্জের ১ হাজার ২৩৬ জন, হবিগঞ্জের ৮২৩ এবং মৌলভীবাজারের ৬৮২ জন।
বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৬ জন আর আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫০ জন।
ছামির মাহমুদ/এমআরএম