করোনায় রাজশাহীতে আরও চারজনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী বিভাগে আরও চারজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মারা গেছেন তিনজন আর চাঁপাইনবাবগঞ্জে একজন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভাগে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন বগুড়ায়।
এর বাইরে রাজশাহী জেলায় ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন করোনায় মারা গেছেন।
সোমবার বিভাগে নতুন ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, নওগাঁয় একজন, নাটোরে ৫৭ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৬৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৯৪২ জনের প্রাণঘাতী করোনা ধরা পড়েছে। এর মধ্যে ১০ হাজার ৫৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত সর্বোচ্চ পাঁচ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে শনাক্ত হয়েছেন চার হাজার ১১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬১৮ জন, নওগাঁয় এক হাজার ৫৬ জন, নাটোরে ৭২৫, জয়পুরহাটে ৮৬০, সিরাজগঞ্জে এক হাজার ৭৬০ জন এবং পাবনায় ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিভাগে ৩২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৯৬ জন, বগুড়ায় ১০৯ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় চারজন, নাটোরে ৫৬ জন, সিরাজগঞ্জে ২২ জন এবং পাবনার ৩৮ জন সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত রাজশাহীর দুই হাজার ৪৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯৮ জন, নওগাঁর ৯২৬ জন, নাটোরের ৪১৪ জন, জয়পুরহাটের ২১৭ জন, বগুড়ার চার হাজার ৭০৫ জন, সিরাজগঞ্জের ৮৬৫ জন এবং পাবনার ৮০২ জন করোনাজয় করেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ