সিলেটে দুই চিকিৎসকসহ আরও ১১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৫৫ এএম, ২২ আগস্ট ২০২০

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। দুই ল্যাবে শুক্রবার (২১ আগস্ট) নতুন করে দুই চিকিৎসকসহ আরও ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ৫০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে দুজন সুনামগঞ্জের এবং বাকি ১৭ জন মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবিপ্রবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের আটজন, মৌলভীবাজারের ১৫ জন এবং সিলেটের ২৩ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৫৯ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ২৮৯, সুনামগঞ্জে এক হাজার ৮৯২, হবিগঞ্জে এক হাজার ৪৩৩ এবং মৌলভীবাজারে এক হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে পাঁচ হাজার ৫০৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটের দুই হাজার ৩৩০ জন, সুনামগঞ্জে এক হাজার ৪৪৬ জন, হবিগঞ্জে ৯৩০ জন এবং মৌলভীবাজারে ৮০২ জন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে সিলেটে ১২৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৯ জন।

ছামির মাহমুদ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।