রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১১:৫৫ পিএম, ২২ আগস্ট ২০২০

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। একই দিন করোনা শনাক্ত হয়েছে ডা. মনসুর রহমানের দেখাশোনায় নিয়জিত জহুরুল ইসলাম। জহুরুল ইসলামের জেলার দুর্গাপুরের আড়াইল এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে তার জ্বর ও শরীর ব্যথা ছিল। করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে ভালো আছেন তিনি। নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার তেমন উপসর্গ নেই। এছাড়া জহুরুল ইসলামও ভালো আছেন।

এদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, তাদের ল্যাবে এ দিন মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ২৭ জনের বাড়ি রাজশাহী। আর বাকি ২০ জনের মধ্যে আটজনের বাড়ি নাটোর এবং ১২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আলাদা ল্যাবে শনিবার আরও ২২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ দিন তাদের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ জনই রামেক হাসপাতালের রোগী ও কর্মী। বাকি ১০ জনের মধ্যে দুজন র‌্যাব সদস্য, চারজন পুলিশ সদস্য, একজন খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের রোগী এবং নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা তিনজন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।