কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হককে রাজবাড়ীতে গণসংবর্ধনা

সদ্য ঘোষিত জাতীয় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে রাজবাড়ীতে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা থেকে রাজবাড়ীতে এসে জেলা কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে কালুখালীর উদ্দেশ্যে রওনা হন। এর আগে বিকেলে তিনি ঢাকা থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালে জেলার নেতাকর্মীরা তাকে সেখানে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুরজ্জামান বিশ্বাস, কৃষকলীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি প্রমুখ।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, যে দায়িত্ব পেয়েছি সেটি মহান দায়িত্ব। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অনেক যাছাই বাছাই করে আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় দিক নির্দেশনায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে কাজ করে যেতে হবে।
রুবেলুর রহমান/এমএএস/এমকেএইচ