খাবার গরম করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সখিনা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা খাবার গরম করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম সখিনা খাতুন (৯০)। তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত হালিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত বৃদ্ধা বাড়িতে একা থাকায় বিকেলে খাবার গরম করতে ঘরের ভেতরে গ্যাসের চুলায় আগুন দেন। এ সময় গ্যাসের চুলার আগুন বৃদ্ধার কাপড়ে ধরে যায়।
পরে ওই বৃদ্ধা গ্যাসের চুলার আগুন নেভাতে পারলেও নিজের শরীরের আগুন নেভাতে পারেননি। এ অবস্থায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই বৃদ্ধা সখিনা খাতুনের মৃত্যু হয়।
এদিকে, সখিনার নাতি সাব্বির বাড়িতে ফিরে দেখেন তার দাদি আগুনে পুড়ে পড়ে আছেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের খবর দেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এএম/জেআইএম