খুলনায় বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ খুলনা শাখার উদ্যোগে শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সব বেসরকারি লাইব্রেরি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ খুলনা জেলার কমিটি গঠন করা হয়।
পরিষদের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আজাদ বার্তা সম্পাদক এম মাফতুন আহমেদের সঞ্চালনায় সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মাজাহারুল হান্নান, অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী স্বপন গুহ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, নারায়ণ চন্দ্র মণ্ডল, এফ.এম ইকবাল, খন্দকার খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এমএমএ/এফআর