বগুড়ায় বিএনপি নেতা হত্যা : ২১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি সোহাগ সরদার (৩৫) গ্রেফতার হয়েছেন। হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ মাস পর তাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফ্তার করে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সোহাগ বগুড়া সদরের বড় কুমিড়া দক্ষিণ পাড়ার রঞ্জু সরদারের ছেলে।
জানা গেছে, পরিবহন মালিক সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৯ সালে ১৪ এপ্রিল রাত ১০টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে। এই ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি সোহাগ পলাতক ছিলেন। মামলাটি তদন্ত শেষে গত বছরের ৩০ জানুয়ারি ১৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সদর থানার পরির্দশক আমবার হোসেন।
সোহাগ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বগুড়ায় আসেন। এরপর অনেকটা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সোহাগ চারমাথা এলাকায় ঘোরাফেরা করার সময় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঞা তাকে গ্রেফতার করেন।
ওসি হুমায়ুন কবির জানান, গ্রেফতার সোহাগকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআরআর