হ্যাটট্রিক জয় পেলেন তোফাজ্জল হোসেন

রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মো. মহসীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নৌকা প্রতীকে তোফাজ্জল হোসেন পেয়েছেন ৮ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জার্জিস হোসেন সোহেল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু (মোবাইল) ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ২০৭ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর (লাঙল) প্রতীকে ১৩৪ ভোট পেয়েছেন।
তিনি আরও বলেন, ‘এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মোট ভোটার ২১ হাজার ১২৬ জন। ৭৮ দশমিক ৫৪ হারে মোট ১৬ হাজার ৫৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরএইচ/এমকেএইচ