নান্দাইলে ট্রাক্টর উল্টে পুকুরে, চালক-সহকারীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক ও সহকারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাহাত মিয়া (২২) ও একই উপজেলার তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২)।
সোমবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার সংলগ্ন আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মালেক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে চালক ও সহকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/এমএএইচ/