আশুলিয়ায় চলন্ত মাইক্রোবাসে আগুন

আশুলিয়ার একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইবাইল ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশীরা জানায়, নিশান কোম্পানির এক্সটেল মডেলের (ঢাকা মেট্রো ঘ ১৭-১৯৫২) গাড়িটি বাইপাইল পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় চালক ও যাত্রীরা নেমে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/জিকেএস