ভৈরবে দেড় কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২

জব্দৃকত মালামাল থানায় নেওয়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটরা হলেন- ট্রাকচালক আমিনুর রহমান ও সিলেটের গোপালগঞ্জ এলাকার মো. শিপন।
পুলিশ জানায়, পুলিশের নিয়মিত টহলে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী একটি ট্রাক তল্লাসি করে ২৯২ কার্টন উদ্ধার করা হয়। পরে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভের উপস্থিতিতে কার্টুন খুলে ভারতীয় বিভিন্ন রকমের প্রসাধনী পাওয়া যায়। এসময় ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হয়েছে।
আরএইচ/এমএস