বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, পরে ধর্ষণ মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে অনশন করা সেই তরুণী প্রেমিক দেলোয়ার হোসেনের (২৮) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে তরুণী বাদী হয়ে প্রেমিক দেলোয়ার হোসেনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
দেলোয়ার উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
তরুণীর ভাষ্য, স্কুলজীবন থেকে দেলোয়ারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ১৩ বছরের ওই সম্পর্কের জেরে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সঙ্গে তার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি জানতে পারি, দেলোয়ারের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তাই বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত শনিবার (২১ মে) বিয়ের দাবিতে ওই তরুণী দেলোয়ার হোসেনের বাড়িতে অবস্থান নেন। পরে রাতে বিষয়টি থানায় জানালে পুলিশ তরুণীকে উদ্ধার করে তার নিজের বাড়িতে দিয়ে আসে। কিন্তু পরদিন সকালে আবারও ওই তরুণী দেলোয়ারের বাড়িতে চলে আসেন।
ওসি মোস্তাছিনুর রহমান আরও বলেন, মামলার পর ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস