বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো পল্লীচিকিৎসকের

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বৈদ্য (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজয় বৈদ্য নাথারকান্দি গ্রামের মৃত বিনোদ বৈদ্যর ছেলে। এছাড়া তিনি পল্লীচিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধানের চিটা পরিষ্কার করছিলেন বিজয় বৈদ্য। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহের সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য দেওয়া হয়েছে।
সাইফ আমীন/এমআরআর/এমএস