নিখোঁজের ৩৪ ঘণ্টা পর বন্যার পানিতে ভেসে উঠলো চা শ্রমিকের মরদেহ

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর বন্যার পানিতে ভেসে উঠেছে নিখোঁজ চা শ্রমিক রণ রিকমনের (৪০) মরদেহ।
শুক্রবার (২৪ জুন) সকালে তার মরদেহ ভেসে ওঠে। রণ রিকমন উপজেলার ধামাই চা বাগানের নতুন টিলা এলাকার বিথা রিকমনের ছেলে।
স্থানীরা জানান, বুধবার রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন চা শ্রমিক রণ রিকমন। অসাবধানতাবশত তিনি বানের পানিতে ডুবে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসে জানান স্থানীয়রা।
তারাও সন্ধান না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়।
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোলায়মান আহমদ জাগো নিউজকে বলেন, আমরা তাকে উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু পানির স্রোত ও গভীরতা থাকায় ব্যর্থ হয়েছি। প্রকৃতির নিয়মে সে ভেসে উঠেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, অনেক চেষ্টার পর ডুবুরিরা সিলেট থেকে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছিল। কিন্তু উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে তার মরদেহ ভেসে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আব্দুল আজিজ/এসজে/এমএস