মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এস এম নুরুল আবছার বলেন, দুপুর ১টার দিকে ঝরনা রোড় এলাকায় এক যুবক মালবাহী ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমি বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করেছি।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরএইচ/এএসএম