ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক লিটন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার সাহাপুর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এনামুল হক লিটন গরুর জন্য ঘাস কাটতে বের হন। সাহাপুরে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘাস কাটার সময় অসাবধানতাবশত পানি তোলার মোটরের তারে জড়িয়ে মারা যান তিনি।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জাগো নিউজকে বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী শাহানাজ আক্তার থানায় একটি ডায়েরি করেছেন। মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাড়ির সামনে জানাজা শেষে তার দাফন করা হয়।
নুর উল্লাহ কায়সার/এসজে/এমএস