ময়মনসিংহে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে নুরুল আমিন নামের (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার টিকুরি গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুপুরে বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিল নুরুল আমিন। এসময় হঠাৎ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম