চুনকুড়ির গর্ভে বিলীন ৮ দোকানঘর, ৩ বসতবাড়ি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে খুলনার দাকোপের খরস্রোতা পশুর, শিবসা, ঢাকী, চুনকুড়ি ও বাদুরগাছা নদী। এসব নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রবল জোয়ারে চুনকুড়ি নদীগর্ভে চলে গেছে ৭-৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতবাড়ি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রায় ৫০০ মিটার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ (নবনির্মিত মূল রাস্তার এক-তৃতীয়াংশ) চুনকুড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় ওই এলাকার আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর নদীগর্ভে চলে গেছে।
বাজুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানস মুকুল রায় বলেন, চুনকুড়ি জি গ্যাস কোম্পানির পাশে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিলে আমি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাই। তারা কার্যত পদক্ষেপ না নেওয়ায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি বিলীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, নদীভাঙনে পাউবোর বেড়িবাঁধের ক্ষতির খবর পেয়েছি। তিনি আরও বলেন, ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারের মেরামতের দায়িত্ব বিশ্বব্যাংক হাতে নিয়েছে। ওই পোল্ডারের কাজ এখন আর পাউবোর করার এখতিয়ার নেই। তারা উন্নত প্রযুক্তিতে বেড়িবাঁধ নির্মাণের কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
আলমগীর হান্নান/এসআর/এএসএম