দিনে ইলেকট্রিক মিস্ত্রি, রাতে সেচ পাম্প চুরি

ময়মনসিংহে সেচ পাম্প চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১টি সেচ পাম্প উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভবানীপুর গ্রামের সালাম খাঁর ছেলে সাব্বির মিয়া (২৬) ও তারাকান্দা উপজেলার আব্দুস সালামের ছেলে আজহারুল ইসলাম (২২)।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, চরাঞ্চলে কৃষকদের সেচ পাম্প চুরি হয়ে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জয়বাংলা বাজার এলাকা থেকে ইলেকট্রিক মিস্ত্রি সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয়। সাব্বিরের দেওয়া তথ্যমতে তার সহযোগী আজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের মাধ্যমে ২১টি সেচ পাম্প উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দিনের বেলায় সাব্বির ও আজাহারুল ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। পরে রাতের আঁধারে তারা সেচ পাম্প চুরি করতেন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম