ময়মনসিংহে সম্মেলন
পোস্টারে আওয়ামী লীগ নেতার ছবি মুছে দিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩ ডিসেম্বর। সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহিত উর রহমান শান্তর লাগানো পোস্টার রাতের আধারে স্প্রের মাধ্যমে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ নভেম্বর) দিনগত মধ্যরাতে মহানগরীর ১০-১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্মিলিত শান্তর প্রায় তিনশতাধিক পোস্টার নষ্ট করা হয়।
মোহিত উর রহমান শান্ত বলেন, সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা করার জন্য পোস্টার নষ্ট করেছে। এটা অপরাজনীতি ছাড়া কিছু নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতা ও পুলিশকে জানানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, মহানগরীর বিভিন্নস্থানে লাগানো পোস্টার নষ্ট করা হয়েছে। সিসি ক্যামেরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সম্মেলন পর্যন্ত রাতে পুলিশি টহল বাড়ানো হচ্ছে।
মঞ্জুরুল ইসলাম/জেএস/জিকেএস