বারান্দায় ঝুলছিল শিশু গৃহপরিচারিকার মরদেহ

ময়মনসিংহের নান্দাইলে জান্নাতুল (১২) নামের এক শিশু গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
জান্নাত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের আল-আমিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার আনোয়ার মাস্টারের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন শিক্ষক ওয়াদুদ মিয়া। তার স্ত্রী রাকিবা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। রাকিবার বাবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামে। স্বামী-স্ত্রী দুজনই চাকরি করায় রাকিবা তার বাবার বাড়ি এলাকা থেকে জান্নাতুলকে গৃহপরিচারিকার কাজের জন্য আনেন।
শুক্রবার জুমার নামাজের সময় বাসার সবাই মসজিদে চলে যান। এ সময় ওয়াদুদ মিয়ার স্ত্রী রাকিবা কর্মস্থল হাসপাতালে ছিলেন। নামাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, স্টিলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
মঞ্জুরুল ইসলাম/এসআর