কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে শাওন মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত শাওন সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির থেকে বের হয়ে পুকুরের পরে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে যাওয়ার গেট খুলে দেখে পানিতে পড়ে আছে। পরে পানি থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে হরিণ ধরা গ্রামে একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম