সাম্যবাদী দলের নেতা ধীরেন সিংহ আর নেই

প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ (৭৪) মারা গেছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জাগো নিউজকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ধীরেন সিংহের আত্মীয় রবি কিরণ সিংহ রাজেস। তিনি বলেন, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় ধীরেন সিংহের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ধীরেন সিংহ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কমরেড ধীরেন সিংহ সাম্যবাদী দলের পপলিটব্যুরোর পাশাপাশি মনিপুরী যুব সমিতির (বামযুস) কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
ছামির মাহমুদ/এমএএইচ/