সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজন গ্রেফতার

আলী আকবর রাজন
২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় করা বিস্ফোরক আইনের মামলায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তিনি জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরের সুরমা মার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জ্বালাও-পোড়াও মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ছামির মাহমুদ/এমআরআর/জিকেএস