বরিশালে জয়িতা সম্মাননা পেলেন ১০ নারী

‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এ স্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক দিলারা খানম।
বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় পাঁচজন ও সদর উপজেলায় পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়িতা নাজমুন নাহার রীনা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা প্রফেসর শাহ সাজেদা, হিজলা উপজেলার সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসা. মাহমুদা খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বাবুগঞ্জ উপজেলার মোসা. মনোয়ারা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা গৌরনদী উপজেলার জয়িতা সাদিয়া আক্তার।
এছাড়া বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন নারী জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাশীপুর ইউনিয়নের জয়িতা শরীফা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরবাড়িয়া ইউনিয়নের জয়িতা কামরুন্নাহার, সফল জননী নারী জয়িতা চরমোনাই ইউনিয়নের হলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রায়পাশা কড়াপুর ইউনিয়নের জয়িতা মোসা. হাওয়া আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা চরকাউয়া ইউনিয়নের জয়িতা ইয়াসমিন আক্তার।
জেলা এবং উপজেলা পর্যায়ে মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।
এসজে/এএসএম