গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, পুড়লো ২৫ দোকান

আগুন দেখে আশপাশের লোকজন ভিড় জমান
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রাইভেটকারসহ ২৫টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার সিডস্টোর বাজারে কমার্স ব্যাংকের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জাগো নিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে আল মদিনা মার্কেট সামনে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পাশের কাপড় ও জুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি প্রাইভেটকারসহ ২৫টি দোকান পুড়ে যায়।
আল মামুন আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম