খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওই এলাকার ওসমান গণির মেয়ে আছিয়া আক্তার (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (৪)। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বেলা ১১টার দিকে আছিয়া ও তানিয়াসহ কয়েকজন শিশু বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এসময় শিশু আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়। তাদের চাচাতো ভাই শিশু জুবায়ের (সাড়ে ৩ বছর) দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম