সাভারে আওয়ামী লীগের জনসভা, প্রস্তুত মঞ্চ

সারাদেশে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে ঢাকার সাভারে জনসভা করবে আওয়ামী লীগ।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রেডিওকলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশ ঘিরে সাভারে নেতাকর্মীদের মধ্য উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। লক্ষাধিক মানুষ এ সভায় যোগ দেবেন বলে আশা আয়োজকদের।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জান তরুন জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন এবং জনপ্রিয়তা দেখে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নানা ষড়যন্ত্র করছেন। তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না সাধারণ মানুষ। এ ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এ আয়োজন। যেখানে লাখো মানুষ অংশ নিয়ে নিন্দুকদের বুঝিয়ে দেবে দেশের মানুষ আজ কত সচেতন।
তিনি আরও বলেন, দেশের মানুষ কোনো রাষ্ট্র বিরোধীদের কথাকে মূল্যায়ন করেন না। তারা তাদের ষড়যন্ত্রকারী হিসেবেই দেখেন।
মাহফুজুর রহমান নিপু/এসজে/জিকেএস