ময়মনসিংহে ৯ ইটভাটা মালিকের ৩৫ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, মেসার্স ভাই ভাই ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স আলী ব্রিকসকে চার লাখ, মেসার্স মাহি ব্রিকসকে চার লাখ, মেসার্স সওদাগর ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স বিজয় ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স আফতাব ব্রিকসকে তিন লাখ, মেসার্স মোয়াজ্জেম ব্রিকসকে তিন লাখ, মেসার্স সোহেল ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স এ গনি ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস