নদীতে ভেসে যাচ্ছিল দুই সন্তান, একজনকে বাঁচাতে পারলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২৩
নিশাত তাসনিম তানহা

বরিশালের উজিরপুরে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্রী নিশাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে কচা নদীতে ভাসমান অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিশাত তাসনিম তানহা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী। সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানহা ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে তানহা।

আরও পড়ুন: নদীতে ভেসে ওঠা ভাই-বোনের মরদেহ ফেরত দিলো বিএসএফ 

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, সন্ধ্যায় কচা নদীর তীরে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছোট ভাই তাজহান হাসান নিবিড়কে (১২) নিয়ে নদীর ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় তানহা। নিবিড় তাকে উদ্ধারের চেষ্টা করলেও সেও পানিতে পড়ে যায়। পরে মা নিবিড়কে উদ্ধার করতে পারলেও তানহা স্রোতের টানে ভেসে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল এসে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, সকালে নদীর বানারীপাড়া এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তানহার মরদেহ উদ্ধার করে।

শাওন খান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।