নদীর চরে মিললো হাত-পা বাঁধা যুবকের মরদেহ
ফাইল ছবি
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকী নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আলাইপুর এলাকার নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হাত, পা ও গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ছিল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের পরিহিত লুঙ্গি দিয়ে তার হাত, পা ও গলায় ফাঁস দেওয়া ছিল বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) পুলিশ কাজ করছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।
আলমগীর হান্নান/এসআর/জেআইএম