রাজশাহীতে এক সপ্তাহে ৫০০ কোটি টাকার ক্ষতি
চলমান সঙ্কটে গত এক সপ্তাহে রাজশাহীতে অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ছোট-বড় ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।
ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের জেরে ১৮ জুলাই থেকে রাজশাহীতে শুরু হয় শাটডাউন। এর দুদিন পর জারি হয় কারফিউ। এমন পরিস্থিতিতে স্থবির ব্যবসা-বাণিজ্য। বেশিরভাগ সময় বন্ধ থাকছে শপিংমল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট।
'
রাজশাহী জেনএক্স শো-রুমের ম্যানেজার লুৎফর রহমান বলেন, মানুষ নাই। রাস্তাঘাট ফাঁকা। একটা ভয়াবহ পরিস্থিতি পার করছি।
রাজশাহী আরডিএর দোকানি সিরাজুল ইসলাম বলেন, ৮ দিনে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আজকে বিসমিল্লাহ (বিক্রি) হয়েছে। এভাবে ব্যবসা-বাণিজ্য চলতে থাকলে খুব খারাপ হবে। আমাদের দোকান ভাড়া, কর্মচারীদের ভাড়া আছে। কিভাবে এসব মেটাবো বুঝতে পারছি না।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান বলেন, কারফিউর কারণে রাজশাহীতে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছি। অচল অবস্থা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টের।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, গেল এক সপ্তাহে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কারফিউ শিথিল অবস্থাতেও প্রতিদিন অন্তত ৫০-৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. জামিরুল ইসলাম বলেন, আমরা গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন তথ্য বিবেচনা করছি। এছাড়াও অন্যান্য প্রশাসনের কাছ থেকে তথ্য নিচ্ছি। চলমান পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে কারফিউর শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস