খুলনায় নিহত পুলিশ কনস্টেবলের বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:৪৬ এএম, ০৩ আগস্ট ২০২৪

খুলনায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এলাকাবাসীও সেখানে ভিড় করেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহত সুমন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীর ছেলে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, নিহত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার চার বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা সুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রীও পাগলপ্রায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান, রাতেই নিহত সুমনের মরদেহ বাড়িতে নেওয়া হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

জামাল হোসেন বাপ্পা/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।