রংপুরে জামিন পেলেন ৮ শিক্ষার্থী
রংপুরে দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ শিক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (২ আগস্ট) রাত ১১টার দিকে কারাগার থেকে মুক্ত হয়েছেন আটজন। বাকি দুজন আজ শনিবার ছাড়া পাবেন।
শুক্রবার (২ আগস্ট ) রাত সাড়ে আটটার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ.এম আহসানুল হক শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন, জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। এরইমধ্যে ৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আশা করছি বাকি দুজন শনিবার কারামুক্ত হবেন।
জামিনপ্রাপ্তরা হলেন, মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে শুক্রবার রাত ১১টার পর আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।
জিতু কবীর/এফএ/জেআইএম