বরিশালে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৩ আগস্ট ২০২৪
ছবি: বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও পুলিশের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করে ও প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ করেছেন বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভাইয়ের ওপর হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। ন্যায়সঙ্গত দাবি আদায়ে রক্তচক্ষু দেখাচ্ছে। আমাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এসবের ভয় পাই না। আমরা এসবকে পরোয়া করি না। আপনাদের বলছি, এসব বাদ দিন। আমাদের দাবি মেনে নিন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে বিক্ষোভ করেন। পরে তারা নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা শহীদ মিনারে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করায় তাদের কোনো বাধা প্রদান করা হয়নি।

শাওন খান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।