বরিশালে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়কে অবস্থান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৩ আগস্ট ২০২৪

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বরিশালে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। একই স্থানে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বরিশালে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়কে অবস্থান

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টার আগে থেকে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের দু'পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীরা একজনকে মারধর করেছে, তাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে প্রতিহত করা হবে।

শাওন খান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।