গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর সহধর্মিণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৩ আগস্ট ২০২৪
গায়ে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতা মিনুর সহধর্মিণী অধ্যক্ষ সালমা শাহাদাৎ

গায়ে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তিনি।

সালমা শাহাদাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সহধর্মিণী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অধ্যক্ষ সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সমাবেশ করতে নগরীর জিরো পয়েন্টে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন।

সালমা শাহাদৎ বলেন, ‘সারাদেশে প্রায় আড়াইশ কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। যাতে আর কোনো সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্যই জিরো পয়েন্টে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘গাজীপুরে এক শিক্ষার্থী মারা গেছে যে আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী, ড্রোন বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সে সফল ফ্রিল্যান্সার। এ দুই ছেলের মতো অসংখ্য মেধাবীকে পাখির মতো গুলি করা হয়েছে, যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। এর প্রতিবাদ জানাতে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।