খুলনায় বিএনপির দুই নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ
অগ্নিসংযোগ-লুটপাটসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার ও পাঁচজনকে শোকজ করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কাররা হলেন, জেলার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডল। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্যসচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বার, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বলেন, কোনো জুলুম-নির্যাতন আমরা মেনে নেবো না। যারা অত্যাচার জুলুম করবে সে যদি বিএনপিরও কেউ হয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাইকগাছা ও রূপসায় আমাদের লোকদের লুটপাটে জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম