কৃষিকাজ করার সময় বজ্রপাতে তরুণের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে মিজানুর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার খোকন মিয়ার ছেলে।
ফুলপুর থানার এসআই মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩টার দিকে বাড়ির পাশে ফসলের জমিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করছিলেন মিজানুর। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক সাদ মাহামুদ জয় বলেন, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/জিকেএস