ছয়দিন পর সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ
অবশেষে ছয়দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর সিলেটের পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন থানায় হামলা চালায় বিক্ষুব্ধরা। এরপর থেকে পুলিশ সদস্যরা মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে ভেজা সকাল থেকে সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেন পুলিশ সদস্যরা। অবশ্য বৃষ্টি থাকায় অনেকটা ফাঁকা রয়েছে সিলেটের রাস্তাঘাট। যার কারণে দায়িত্বে ফিরে অলস সময় কাটছে ট্রাফিক সদস্যদের।
এদিকে ট্রাফিক সদস্যরা দায়িত্বে ফেরায় আজ কোনো সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়নি।
এর আগে রোববার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরতরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭-৮ জন পুলিশ সদস্য রয়েছেন। আপাতত সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন তারা। দুপুর পর্যন্ত দায়িত্বরত পুলিশের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, গতকাল (রোববার) আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন পুলিশ সদস্যদের কাজে সহযোগিতা করবেন।
এদিকে সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা রোভার স্কাউটসের সদস্যরা৷ নগরীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
গত ৬ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার রোভারের সদস্যরা সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন।
সিলেট জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফাহিম আহমদ বলেন, বিগত ছয় দিন আমরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সেবা কার্যক্রম চালিয়েছি। আজ সকালে দায়িত্ব পালন করতে এসে দেখলাম ট্রাফিক পুলিশরা দায়িত্বে ফিরেছেন। তাই আমরা তাৎক্ষণিক তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।
সিলেট জেলা রোভারের সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় আমাদের দুই শতাধিক রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা দায়িত্ব পালন করেছে। এখন যেহেতু ট্রাফিক পুলিশ সেবায় ফিরেছেন, তাই তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি৷
আহমেদ জামিল/এফএ/জিকেএস