রাজশাহী

চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০২৪
রাজশাহীতে চার আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়ে দুর্বৃত্তরা

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় আওয়ামী লীগের চার নেতাকর্মীর বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চারটি চিরকুটে অক্ষর (আ, জ, আ, ম) লিখে রেখে গেছে দুর্বৃত্তরা। কাফনের কাপড়ে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

সোমবার (১২ আগস্ট) দিনগত রাতে কে বা কারা এগুলো রাখা যায়।

চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

খোঁজ নিয়ে জানা যায়, নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছে দুর্বৃত্তরা। এছাড়া নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতর কাফন সামগ্রী রেখে যাওয়া হয়েছে। এ চারজনই আওয়ামী লীগের সমর্থক ও নেতা বলে জানা গেছে।

চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

চা দোকানি মিনারুল ইসলাম বলেন, কাফনের কাপড়ে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ব্যাগের ভেতরে একটি চিরকুটে ‘ম’ অক্ষর লেখা রয়েছে।

চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদ্ঘাটনে কাজ চলমান। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে।’

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।