বরিশালে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
বরিশাল ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিসের বাউন্ডারির মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা ঘাস কাটতে গিয়ে এটি দেখতে পান। পরে পুলিশ ও সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রাখে। এতে এলাকায় আতংক দেখা দিয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে গ্রেনেডসদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। পরে বিকাল সাড়ে ৩টায় শেখ হাসিনা সেনানিবাসের বিষ্ফোরক বিশেষজ্ঞ দল পৌঁছার পর সেটি উদ্ধার করা হয়।
পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা বলেন, সকাল ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখতে পাই। হিন্দি সিনেমায় এমন বস্তুটি আগে দেখেছি। সে অনুমানে বুঝতে পারি এটি বোমা জাতীয় কিছু হবে। পরে মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর মেজর মো. রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেনেড নিস্ক্রিয় টিম আসার পর সেটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শাওন খান/এএইচ/এমএস