ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৫ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া বড়বিলা পুদামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের কর্মচারী।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী নাফি-নামিরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

মঞ্জুরুল ইসলাম/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।