মাদরাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৮ দিনেও মেলেনি সন্ধান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

পাশাপাশি মুক্তিপণের কথা কাউকে জানালে সন্তানের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও গত আটদিনেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। মোতাসিম ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

অপহৃত মোতাসিম বিল্লাহ সীতাকুণ্ডের কুমিরার বাসিন্দা ও স্থানীয় লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুর উদ্দিনের ছেলে।

তিনি বলেন, ২৮ নভেম্বর দুপুরে মোতাসিম নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। এর পরদিন একটি মোবাইল থেকে আমার নম্বরে ফোন করে বলা হয়, ছেলেকে পেতে হলে দুই লাখ টাকা দিতে হবে। নইলে ছেলের ক্ষতি হবে। আর এ কথা কাউকে জানালেও ছেলের বড় ক্ষতি হবে।

নুর উদ্দিন জানান, এরপর থেকে ছেলেকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। মা-বাবাসহ স্বজনদের চিন্তায় বিনিদ্র রাত কাটছে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি আমাদের জানায়নি। আমরা তার সন্ধানে তৎপরতা চালাচ্ছি।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।