ময়মনসিংহে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ দগ্ধ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দগ্ধ হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯)।

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক আফজাল আহমেদ (৩৫)।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাওয়ার পথে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বলেন, দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।