শোডাউনের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৫

বরিশাল বিমানবন্দর থেকে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে সদর রোডে দলীয় কার্যালয়ে যাওয়ার অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ দুই নেতার কাছে পৌঁছেছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

তবে কোনো ধরনের শোডাউন করেননি দাবি করে শোকজ নোটিশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

তারা বলেন, ‘আমরা কোনো শোডাউন করিনি। মূলত আমাদের ঢাকা থেকে ফেরার খবরে উৎসুক নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে যানবাহনের জট লেগেই থাকে।’

এর আগে ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গত শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ও সদস্য সচিব জিয়াউদ্দিন। নেতাকর্মীরা দুই নেতার সঙ্গে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর প্রান্ত থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত আসে। তখন দুই নেতাকে বহনকারী পৃথক মাইক্রোবাসের পেছনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেলে চড়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সভায় যোগ দেন।

শাওন খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।