ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, গণহত্যাকারী সিন্ডিকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৫
বরিশালে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে গণহত্যার বিচারের সাজা খাটতে হবে। তারা প্রমাণ করেছেন তারা কোনো রাজনৈতিক দল না, তারা গণহত্যাকারী সিন্ডিকেট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘আওয়ামী দিশেহারা হয়ে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমাদের নিষিদ্ধ করেছে। আল্লাহ তাদের মানুষের মনে নিষিদ্ধ করেছেন। রাজনীতির নামে যদি গণহত্যা হয়, তাহলে সে দল বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করবে।’

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, গণহত্যাকারী সিন্ডিকেট

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, খুন করেছে। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) প্রকাশ্য দিবালোকে খুন করেছেন, যা বিশ্ববাসী সাক্ষী আছেন। আপনারা খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে ট্রাকের ওপর একটার পর একটা ছুড়ে মেরেছেন। পরে আবার প্রতিটি লাশের ওপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।’

কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।

শাওন খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।