মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের শততম সভা অনুষ্ঠিত

বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) ১০০তম সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেজাউল করিম। সভায় নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামানও উপস্থিত ছিলেন।
সভায় এজেন্ডাভুক্ত ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও অনুমোদন দেয়া হয়।
এসআই/এমএমজেড/আইআই